সোমবার ০৫ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ৩০ নভেম্বর ২০২৪ ১৩ : ০২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: নেশামুক্তি কেন্দ্রে রোগীর মৃত্যুর অভিযোগ। এর ফলে উত্তেজিত জনতা ভাঙচুর চালাল বারুইপুর থানার ১৫ নম্বর ওয়ার্ডের ওই অভিযুক্ত নেশামুক্তি কেন্দ্রে। যাঁরা এই কেন্দ্রটি পরিচালনা করতেন এই ঘটনার পর থেকে তাঁরা পলাতক।
স্থানীয় সূত্রে খবর, ওই নেশামুক্তি কেন্দ্র গত দেড় বছর ধরে চিকিৎসাধীন ছিলেন দক্ষিণ গড়িয়ার বাসিন্দা সৌরভ মণ্ডল। গতকাল সন্ধ্যা থেকেই ওই নেশার মুক্তি কেন্দ্রে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। মারের চোটে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর পেয়ে সৌরভের পরিবার ও তাঁর আত্মীয়-স্বজন ওই নেশামুক্তি কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায়। এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। উত্তেজনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বারুইপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তিনিও এই নেশামুক্তি কেন্দ্রে বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। তিনি বলেন, ''দীর্ঘ দশ বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্র চলছে। এখানে মারধর করা প্রচুর অভিযোগ রয়েছে। এখানে রোগীদের মারধর করার অনেক অভিযোগ রয়েছে। রোগীর চিকিৎসা করাতে আসা অনেক পরিবার একই কথা বলছেন। পুলিশকে বলেছি পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য।''
স্থানীয় বাসিন্দা ঝর্না গোস্বামী জানান, প্রতিদিন এই নেশামুক্তি কেন্দ্রে ব্যাপক গণ্ডগোল হয়। মারধর করা হয় রোগীদের। তাঁদের চিৎকার শোনা যায় প্রতিদিন। এ দিন সন্ধ্যায় এক রোগীর মৃত্যু হয়। তার আগে তাকে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ।
এই নেশামুক্তি কেন্দ্র যাঁরা চালাচ্ছিলেন এই ঘটনার পর তাঁরা পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক

মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা

১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি

ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী

ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি